সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম অভিযোগ করেছেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়, বরং শেখ হাসিনার সরকার তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে অসুস্থ করা হয়েছে। তিনি মুক্তি পেয়েও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেননি। রেজাউল করিম বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের নামে চাঁদাবাজি বা অন্যায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।