Web Analytics

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি শুরু করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের সামনে কাঠ ও বাঁশ দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি বাঙলা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ মিলিয়ে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। আন্দোলনের মুখপাত্র আবদুর রহমান জানান, মোট চারটি মঞ্চ তৈরি হবে, যার মধ্যে একটি ট্রাকে স্থাপিত ভাসমান মঞ্চ সাতটি ক্যাম্পাসে ঘুরে জনসভা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে এবং দ্রুত অনুমোদনের প্রত্যাশা করা হচ্ছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে জনদুর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জনজীবন ব্যাহত করতে পারে এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বুধবার সরকারের আপডেট নেতিবাচক হলে শিক্ষার্থীরা ‘মার্চ ফর যমুনা’ কর্মসূচি দিতে পারেন, আর ইতিবাচক হলে বৃহস্পতিবার সায়েন্স ল্যাব থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!