Web Analytics

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার সতর্ক করেছেন যে রাশিয়ার সম্পদ সরাসরি বাজেয়াপ্ত করা হলে তা যুদ্ধের শামিল হবে এবং এতে ইউরোপের আর্থিক ব্যবস্থায় গুরুতর সংকট তৈরি হতে পারে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে অনুষ্ঠিত ‘ইউক্রেনীয় ব্রেকফাস্ট ২০২৬’ অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়, তাই একতরফাভাবে রাশিয়ার সম্পদ জব্দ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং নজিরবিহীন হবে।

ডি ওয়েভার জানান, ইউরোপ ইতিমধ্যে রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদ অচল করে রেখেছে, যার বেশিরভাগই বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ারের মাধ্যমে সংরক্ষিত। তবে এসব সম্পদ এখনো বাজেয়াপ্ত করা হয়নি। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও অচল সম্পদ বাজেয়াপ্ত করা হয়নি, আর এখন তা করলে ইউরোজোনের আর্থিক ব্যবস্থার ওপর আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও সতর্ক করেন, ভবিষ্যতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বাজেয়াপ্ত সম্পদ ফেরত দিতে হতে পারে, যা প্রক্রিয়াকে জটিল করবে।

ইউক্রেনকে সহায়তার বিষয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চলতি বছর ও আগামী বছরের জন্য প্রায় ৯০ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার সম্পদ অচল থাকবে এবং শান্তি চুক্তির সময় তা ইউক্রেনের পুনর্গঠন ও ঋণ পরিশোধে ব্যবহৃত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!