২০২৩ সালে ভারত জড়ো যাত্রায় ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। তারপর হয়েছিল মামলা। সেই মামলায় এবার আদালতে তলব করা হয়েছে এই কংগ্রেস নেতাকে। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ৯ ডিসেম্বর ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সম্পর্কে রাহুল গান্ধী ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মন্তব্য অবমাননাকর এবং ভারতীয় সামরিক বাহিনীর তাতে মানহানি হয়েছে। এর আগেও রাহুল গান্ধী ফৌজদারি মানহানির মামলায় ২ বছরের সাজা পেয়েছেন। হারিয়েছিলেন সংসদ পর, পরবর্তীতে যদিও ফিরে পেয়েছিলেন!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।