জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দিনাজপুর জেলাকে সিটি কর্পোরেশন করা হবে। শুক্রবার দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।
এর আগে পঞ্চগড়ে এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে পাঁচ বছরের মধ্যেই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব। তিনি প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন, পঞ্চগড়ে বন্ধ চিনিকল পুনরায় চালু এবং উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান সমর্থকদের আহ্বান জানান ১২ তারিখে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে এবং পুরোনো দুর্বৃত্তরা যেন নতুন রূপে ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকতে। তিনি বলেন, জনগণই জামায়াতের শক্তি এবং দল জনগণের সঙ্গে থেকে দায় ও দয়ার বাংলাদেশ গড়তে চায়।