দুর্লভ খনিজ সম্পদে চীনের দখল ঠেকাতে মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। সামরিক জান্তার সঙ্গে সরাসরি আলোচনা সম্ভাবনাহীন হলেও, কাচিন স্বাধীনতা বাহিনীর (কেআইএ) সঙ্গে সমঝোতা নিয়ে ভাবছে ওয়াশিংটন। চীনের প্রভাব ও কাচিন অঞ্চলের দুর্গম অবস্থান এ প্রক্রিয়াকে জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগে সেনাশাসনের বৈধতা দেওয়া ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।