উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মরক্কো অনুষ্ঠিতব্য এক প্রোগ্রামে’ যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল।’ তিনি লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে। তাই অস্ত্র রাখা স্বাভাবিক।' আরো বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না।' আসিফ বলেন, ‘চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা।'