Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় তোলার বিষয়ে সম্মত হয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

এছাড়া দুই দেশ বাংলাদেশের রপ্তানি অগ্রাধিকারকে সহায়তা করতে একটি নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করেছে। প্রস্তাবিত বিশেষ অগ্রাধিকারমূলক ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে উৎপাদিত বস্ত্রের বিপরীতে সমপরিমাণ তৈরি পোশাক ও বস্ত্রপণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পেতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টদের মতে, এই পারস্পরিক লাভজনক ব্যবস্থা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং উভয় দেশের উৎপাদকদের উপকারে আসবে।

বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতি ও পারস্পরিক আস্থার প্রতিফলন, যা বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!