Web Analytics

সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর কাছে ২–০ গোলে হেরে যায় তারা, যেখানে রিয়ালের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেন। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই উইলিয়ট সোয়েডবার্গের গোলে পিছিয়ে পড়ে দলটি।

৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস, আর মাঠে না নামলেও রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। কোচ শাবি আলনসোও দেখেন হলুদ কার্ড। নয় জনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষে শেষ মুহূর্তে আবার গোল করেন সোয়েডবার্গ।

এই হারে লা লিগায় রিয়ালের পয়েন্ট ব্যবধান বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টে দাঁড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল এক ম্যাচ হাতে রেখেই তাদের পেছনে ফেলার সুযোগ পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!