আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান চুনারুঘাট ও মাধবপুরের জনগণকে আশ্বস্ত করেছেন যে তিনি সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন। মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি ঋণী এবং এলাকার উন্নয়নে নিজেকে কাজে লাগাতে চান। সভার শেষ দিকে উপজেলা আমির তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, এতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে ১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর জেলা আমিরকে প্রত্যাহার করে হবিগঞ্জ-৪ আসনে অলিউল্লাহ নোমানকে প্রার্থী ঘোষণা করা হয়। পরবর্তী ২৬ দিন তিনি ইউনিয়নজুড়ে কর্মী ও নেতাদের সঙ্গে গণসংযোগ চালান। তবে জোট রক্ষার স্বার্থে দলীয় সিদ্ধান্তে তিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল থেকে বিরত থাকেন।
স্থানীয় নেতারা তার নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, তারা চান অলিউল্লাহ নোমান ভবিষ্যতেও তাদের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে কাজ করুন।