Web Analytics

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পর দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ১৮ ডিসেম্বর রাত ১২টার দিকে উচ্ছৃঙ্খল একদল ব্যক্তি দুটি পত্রিকার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, এতে অনেক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে সাংবাদিকদের উদ্ধার করেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের ওপর এই হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। সাংবাদিক নূরুল কবীরও উদ্ধার অভিযানে হেনস্তার শিকার হন বলে জানা গেছে।

ডিআরইউ নেতারা সতর্ক করেন, গণমাধ্যমকে টার্গেট করে হামলা চালানো গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা সরকারের প্রতি আহ্বান জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!