সিলেটে চাঁদাবাজির অভিযোগে হকারদের আন্দোলনের তোপের মুখে বহিষ্কার হওয়া যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধব এবার গ্রেফতার হলেন। পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি কাজল মিয়া নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে আসা হয়। সেখানে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে এবং তাকে মারধর করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে আন্দোলনের জেরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।