Web Analytics

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের কর্মী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তার ভাই ওমর হাদি মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে ‘ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের শহিদ’ হিসেবে উল্লেখ করেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজেও একই বার্তা দেওয়া হয়।

ওসমান হাদির মৃত্যু ঘিরে শাহবাগে আধিপত্যবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। আজ সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!