গত ২০ দিনে দেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর, যার মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্পও রয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ২৩ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা ভূমিকম্পের সময় করণীয় আটটি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—শান্ত থাকা, নিচতলায় থাকলে খোলা স্থানে আশ্রয় নেওয়া, বহুতল ভবনে ‘ড্রপ, কভার, হোল্ড’ পদ্ধতি অনুসরণ করা, লিফট ব্যবহার না করা, ভূমিকম্প থামার পর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, জানালা ও ভারী আসবাব থেকে দূরে থাকা, বাইরে থাকলে গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকা এবং ক্ষতিগ্রস্ত ভবন এড়িয়ে চলা। এছাড়া টর্চ, হেলমেট, ওষুধ ও বাঁশি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ১০২ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।