Web Analytics

শনিবার দুপুরে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ র‍্যালীতে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)। মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যান তারা। এ সময় পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। এর আগে, শনিবার সকালে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে জুলুছ শুরু হয়। পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজের মধ্যে দিয়ে শেষ হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!