Web Analytics

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বয়কটের হুমকি দেওয়া ক্লাবগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুরে সিসিডিএমের সংবাদ সম্মেলনে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, লিগ না হলে ক্ষতিগ্রস্ত হবে মূলত ক্রিকেটাররাই। ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া লিগের ফিক্সচারে ২০টি দল রাখা হয়েছে, যদিও কোনো ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ার কথা জানায়নি।

ফারুক আহমেদ তামিম ইকবাল ও তার ক্লাব ওল্ড ডিওএইচএসকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ধন্যবাদ জানান। সিসিডিএম কর্মকর্তারা জানান, সব ক্লাবকে বাইলজ ও প্লেয়িং কন্ডিশন পাঠানো হয়েছে এবং কোনো দল অংশ না নিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিসিবি ইতোমধ্যে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছে। প্রয়োজনে বিকল্প টুর্নামেন্টের আয়োজনের কথাও বিবেচনায় রয়েছে, যাতে খেলোয়াড়রা মাঠে সক্রিয় থাকতে পারেন এবং দেশীয় ক্রিকেটের ধারাবাহিকতা বজায় থাকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!