Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। শ্বাসকষ্টজনিত কারণে সম্প্রতি তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আগামী রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সংগঠনগুলোর নেতারা জাতীয় স্বার্থে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন বাসুদেব ধর, সন্তোষ শর্মা, জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!