বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবিতে জেলা-উপজেলার সব সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রোববার সকাল থেকে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিসসহ সব সরকারি অফিস ঘেরাও করে প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে অফিসগুলোর দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময়ে সোমবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল, মঙ্গলবার ও বুধবার দুদিন অর্ধদিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের পক্ষে নানা স্লোগান দেয় অবস্থান ধর্মঘটকারীরা। জেলা শহর বাগেরহাট ছাড়াও জেলার ৯টি উপজেলায়ও একইভাবে ইউএনও কার্যালয়, নির্বাচন অফিসসহ সব সরকারি অফিসের সামনে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।