Web Analytics

মিয়ানমারে সোমবার দিবাগত রাতে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। স্থানীয় সময় রাত ২টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। এর আগে একই দিনে ৩ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প ওই অঞ্চলে আঘাত হানে।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেছেন, এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম ও রাঙামাটিতেও অনুভূত হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝারি মাত্রার কম্পন সেখানে প্রায়ই ঘটে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আফটারশকের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!