Web Analytics

চট্টগ্রামের পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে কৃষক লীগ ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বড়লিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস খাঁন (৩২) এবং কেলিশহর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তী (৬২)। শনিবার রাতে ও রোববার দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। “ডেভিল হান্ট ফেজ-২” নামে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নুরুল আব্বাসকে সন্ত্রাসবিরোধী আইন এবং রতন চক্রবর্তীকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারি বাড়িয়েছে। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!