‘দফা এক দাবি এক, উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ’ দাবিতে উত্তাল হয়ে উঠেছিল ঢাবি ক্যাম্পাস। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মাগুরার ৮ বছরের শিশু আছিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় মধ্যরাতে এই মিছিল করেছে ঢাবি শিক্ষার্থীরা। মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন।