Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো শঙ্কা নেই। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন বানচাল বা প্রতিহত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সানাউল্লাহ বলেন, সাম্প্রতিক চোরাগোপ্তা হামলার ঘটনা তদন্তাধীন এবং রাজনৈতিক দলগুলোকে অনুপ্রবেশকারী নাশকতাকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে অবৈধ অস্ত্র উদ্ধার, চেকপোস্ট বৃদ্ধি ও গোয়েন্দা সমন্বয় বাড়ানো হয়েছে। সীমান্ত ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ নজরদারি চলছে। কমিশন বর্তমান প্রস্তুতিতে সন্তুষ্ট হলেও আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!