ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তিন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার ভোরে জাহেদান–ফাহরাজ সড়কের প্রবেশপথে এই ঘটনা ঘটে বলে দেশটির মেহের সংবাদ সংস্থা জানিয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, সশস্ত্র ব্যক্তিরা চেকপোস্টে অবস্থানরত নিরাপত্তা সদস্যদের ওপর গুলি চালায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে কেরমান ও সিস্তান-বেলুচিস্তান অঞ্চলে, সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠী ও চোরাচালানকারীদের সহিংসতা বেড়েছে। সর্বশেষ এই ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।