গোপালগঞ্জে এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাজোয়া যানে ওঠা নিয়ে ট্রল করায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তার গ্রেফতারের দাবিতে বুধবার রাত থেকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে রেখেছে বিপ্লবী ছাত্র-জনতা। দিনাজপুরের পুলিশ সুপার জানান, হেডকোয়ার্টার্সকে জানিয়ে কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং সকালে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে ঘেরাওকারীদের এক দফা দাবি—গ্রেফতার না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে।