পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের সংঘর্ষের পর রাজশাহী অঞ্চলে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেছে পুলিশ। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে সর্বহারা গোষ্ঠী, ডাকাতদল, মাদক মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা রয়েছেন। পুলিশ জানায়, নির্বাচনের আগে এলাকায় ভাড়াটে সন্ত্রাসী সক্রিয় হওয়ার আশঙ্কায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে। চলমান এ অভিযানটি রাজশাহী অঞ্চলে অপরাধ দমনে পুলিশের বৃহত্তর উদ্যোগের অংশ, যা ৯ নভেম্বর শুরু হয়ে তৃতীয় ধাপে নাটোর ও পাবনায় পরিচালিত হয়।