Web Analytics

আমাজন জানিয়েছে, তারা ১,৮০০-এরও বেশি উত্তর কোরীয় নাগরিকের চাকরির আবেদন বাতিল করেছে, যারা আইটি খাতে কাজের সুযোগ পেতে চেষ্টা করছিলেন। কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন শ্মিড জানিয়েছেন, এসব আবেদনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ল্যাপটপ ফার্ম’ ব্যবহার করে দূর থেকে কাজ করার চেষ্টা করছিলেন, যাতে তাদের প্রকৃত পরিচয় গোপন থাকে। তিনি সতর্ক করে বলেন, এই সমস্যা কেবল আমাজনের নয়, বরং পুরো প্রযুক্তি খাতেই ছড়িয়ে পড়ছে।

শ্মিড জানান, গত এক বছরে উত্তর কোরীয় আবেদনকারীর সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। তাদের শনাক্ত করার লক্ষণ হিসেবে ভুল ফোন নম্বর বিন্যাস ও জাল শিক্ষাগত যোগ্যতা পাওয়া গেছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক নারীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়, যিনি প্রায় ৩০০ মার্কিন কোম্পানিতে উত্তর কোরীয়দের চাকরি পেতে সহায়তা করেছিলেন, যার মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ডলার অবৈধভাবে আয় হয়।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া বিদেশি মুদ্রা অর্জনের জন্য ক্রমবর্ধমানভাবে প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করছে। ফলে ভবিষ্যতে করপোরেট নিয়োগ যাচাই ও সরকারি নজরদারি আরও কঠোর হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!