Web Analytics

কুষ্টিয়ার সদর উপজেলার মঠপাড়া গ্রামে রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাফিজুলের মুরগি প্রায়ই চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে ঢুকে চারা নষ্ট করছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে একই ঘটনা ঘটলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে মহিদ ধারালো বল্লম দিয়ে হাফিজুলকে আঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, তবে এখনো মামলা দায়ের হয়নি।

পুলিশ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা গ্রামীণ এলাকায় পারিবারিক বিরোধের সহিংস রূপের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!