বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ এর জুলাই আন্দোলন ব্যর্থ হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতো। তাই জুলাই বিপ্লবের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই বিপ্লবে দুই হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। তার সত্তরভাগই ছিল গরিব ও শ্রমিক। তাদের রক্তেই অর্জিত হয়েছে ২৪ এর জুলাই বিপ্লবের সফলতা। আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনোই ভারতের তাবেদার ছিল না। কিন্তু পতিত শেখ হাসিনা জোর করে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছিলেন। বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থাকলে কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে টিকতে পারবে না। বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। সকল শ্রমিক সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শ্রমিকবান্ধব বাংলাদেশ।