হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলোচিত অর্থ কেলেঙ্কারির অন্যতম আসামি মো. তানভীর মাহমুদ (৫৫) শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত বছর অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় তিনি, তার স্ত্রী ও হলমার্কের চেয়ারপারসন জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর একটিতে তিনি দোষী সাব্যস্ত হন। তার মৃত্যু বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় দুর্নীতি মামলার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাল।