Web Analytics

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দেখা গেছে, কিছু অসাধু চক্র সরকারি মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মের অনুরূপ জাল ওয়েবসাইট তৈরি করে ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। এতে সরকারি ডিজিটাল সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে এবং নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়া ঝুঁকিতে পড়ছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের অধীনে পরিচালিত মাইগভ প্ল্যাটফর্ম গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করেছে। তবে সম্প্রতি apostillemygovbd.news ও apostille-mygovbd.com নামের দুটি জাল ডোমেইন শনাক্ত হয়েছে। পুলিশের সহায়তায় ইতোমধ্যে দুটি জাল সাইট বন্ধ করা হয়েছে এবং বাকি ডোমেইন বন্ধে পদক্ষেপ চলছে।

সরকার নাগরিকদের সতর্ক করে বলেছে, শুধুমাত্র সরকারি মাইগভ ওয়েবসাইট ব্যবহার করতে এবং সন্দেহজনক কোনো লিংকে ব্যক্তিগত তথ্য না দিতে। জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!