ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান (সজীব) কে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী-মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। দ্রুত অভিযানে সন্দেহভাজনকে আটক করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেনা সূত্র আরও জানায়, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।