বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে—উগ্র গোষ্ঠীর বিচ্ছিন্ন সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে। সরকারি বিবৃতিতে বলা হয়, দেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, এবং এই অগ্রযাত্রা কোনোভাবেই সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে ব্যাহত হতে দেওয়া হবে না।
বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং পূর্ণ ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাকেও সরকার গভীরভাবে নিন্দা জানায়, জানায় যে নতুন বাংলাদেশে ধর্মীয় বা সাম্প্রদায়িক সহিংসতার কোনো স্থান নেই।
সরকারের বিবৃতিতে শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের অঙ্গীকার বজায় রাখতে হবে। আসন্ন নির্বাচন ও গণভোটকে জাতীয় অঙ্গীকার হিসেবে বর্ণনা করে নাগরিকদের শান্তি ও সহনশীলতার পথে থাকার আহ্বান জানানো হয়।