Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারই তার এজেন্ট হিসেবে কাজ করবেন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে এক নির্বাচনি পদযাত্রায় তিনি বলেন, ভোটারদের টাকা দিতে না পারলেও সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন। তিনি সমর্থকদের আহ্বান জানান যেন তারা ভোটারদের কাছে তার সালাম পৌঁছে দেন। হাসনাত বলেন, অনেকের এজেন্ট দেওয়ার লোক থাকলেও তারা গত ১৭ বছরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। অথচ তারাই স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সৎভাবে কাজ করলে অন্য দলের লোকজনও তাদের সঙ্গে যোগ দেবে। এর আগে তিনি ভানী ইউনিয়নের খাদঘর গ্রাম থেকে দিনব্যাপী পদযাত্রা শুরু করেন, যেখানে এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।