জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দল আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন একটি রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে এই জোট গঠনকে দেশের বিরোধী রাজনীতিতে নতুন এক সমন্বয় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ—এই চার দলের মধ্যে নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত গণঅধিকার পরিষদ এতে যুক্ত না হওয়ায় তিন দলের উদ্যোগেই জোটটি আত্মপ্রকাশ করছে। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ই এই জোটের মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছোট দলগুলোর এই ঐক্য প্রচেষ্টা ভবিষ্যৎ নির্বাচনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের সম্ভাবনা তৈরি করতে পারে।