শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। এতে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় মোট সাতজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে দুইজন এবং নরসিংদীতে বাড়ির অংশ ভেঙে দুইজন নিহত হন। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধও রয়েছেন। ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভবন থেকে বেরিয়ে আসেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপণ ও আহতদের চিকিৎসা সহায়তা দিতে কাজ করছে।