২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দিয়েছেন আদালত। এরপর মেয়র হিসেবে ইশরাকের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইশরাক হোসেন এর প্রতিক্রিয়ায় লিখেন, তাহলে কোন সংস্থার ক্ষমতা বেশি, আইন মন্ত্রণালয় না আদালত?