Web Analytics

বাংলাদেশ সরকার আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। বুধবারের মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ২০০৮ সালে এ বিষয়ে দায়ের করা একটি রিট মামলা এখনো হাইকোর্টে বিচারাধীন থাকায় আইনি জটিলতা তৈরি হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের যুক্তি, এসিল্যান্ড অফিসের সঙ্গে নিবন্ধন বিভাগ যুক্ত হলে জনগণ একই জায়গা থেকে সেবা পাবে। অন্যদিকে আইন মন্ত্রণালয় বলছে, ভূমি নিবন্ধন একটি বিচারিক কার্যক্রম এবং এটি বিভিন্ন জটিল আইনের আওতাভুক্ত। আইন বিষয়ে প্রশিক্ষণহীন প্রশাসনিক কর্মকর্তাদের হাতে এই দায়িত্ব গেলে জনগণের দুর্ভোগ বাড়বে বলে তাদের আশঙ্কা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই নানা সমস্যায় জর্জরিত। এর সঙ্গে নিবন্ধন বিভাগ যুক্ত হলে সেবার মান আরও কমে যেতে পারে। আদালতে বিচারাধীন অবস্থায় বিষয়টি মন্ত্রিপরিষদে তোলা হলে নতুন আইনি বিতর্কের সৃষ্টি হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!