শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নার্সদের মহাসমাবেশের কারণে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়ক বন্ধ হয়ে যায়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সমাবেশে কয়েক হাজার নার্স অংশ নেন। যানবাহনগুলোকে বিজয়নগর ও কাকরাইল রুটে ডাইভার্সন দেওয়ায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী অভিযোগ করেন, পূর্ব ঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করা নাগরিক জীবনে ভোগান্তি বাড়াচ্ছে এবং এই সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানান। নার্সরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবি জানান। পুলিশ জানায়, দুপুর দেড়টার মধ্যে সড়ক খুলে দেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।