অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত ফর্ম ধরে রেখে ইতালির ফ্রানচেস্কো মায়েস্ট্রেলিকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই তারকা ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে জয় পেয়ে গ্র্যান্ড স্ল্যাম এককে নিজের ৩৯৯তম জয় তুলে নিয়েছেন। এই জয়ের ফলে টেনিস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম এককে ৪০০ জয়ের মাইলফলক স্পর্শ করতে মাত্র এক জয়ের দূরত্বে রয়েছেন তিনি।
একই রাউন্ডে ইতালির জানিক সিনার অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ কানাডার ডেনিস শাপোভালোভকে ৬-৪, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন। সুইজারল্যান্ডের স্তান ওয়ারিঙ্কা পাঁচ সেটের লড়াইয়ে ফ্রান্সের আর্থার গিয়াকে ৪-৬, ৬-৩, ৩-৬, ৭-৫ ও ৭-৬ (১০-৩) গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
মেয়েদের এককে পোল্যান্ডের ইগা সোয়াটেক চেকপ্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন। জাপানের নাওমি ওসাকা রোমানিয়ার সোরানা কিরস্তেয়াকে ৬-৩, ৪-৬ ও ৬-২ গেমে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছেন।