সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। গালফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। তার বোলিং ফিগার ছিল ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট। এই পারফরম্যান্সে ছয় উইকেটে জয় পায় দুবাই ক্যাপিটালস।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রানে ভালো অবস্থানে ছিল গালফ জায়ান্টস। এরপর মোস্তাফিজের দ্বিতীয় ওভারে চার বলের মধ্যে তিন উইকেট পড়ে ম্যাচের মোড় ঘুরে যায়। জায়ান্টস ১৫৬ রানে অলআউট হলে ১৯.২ ওভারে লক্ষ্য পূরণ করে ক্যাপিটালস। সাত ম্যাচে মোস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪, ইকোনমি রেট ৮.২৯। তার ওপরে আছেন সতীর্থ ওয়াকার সালামখিল, যার উইকেট ১৫টি।
এই ধারাবাহিক পারফরম্যান্স মোস্তাফিজের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে অবস্থান আরও মজবুত করছে এবং বাংলাদেশ দলের ভবিষ্যৎ সিরিজে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।