Web Analytics

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল এই সপ্তাহে সিরিয়া ও লেবাননে সফরে যাচ্ছে। ছয় বছর পর এটি পরিষদের প্রথম মধ্যপ্রাচ্য সফর। ডিসেম্বর মাসে পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে স্লোভেনিয়া, এবং তাদের নেতৃত্বেই এই সফর অনুষ্ঠিত হবে। স্লোভেনিয়ার জাতিসংঘ দূত স্যামুয়েল জ্বোগার জানান, সিরিয়ানদের সঙ্গে আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সিরিয়ার প্রতি পরিষদের প্রত্যাশা তুলে ধরা হবে। সফরটি বাশার আল-আসাদ সরকারের পতনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে অনুষ্ঠিত হচ্ছে, যা ১৯৬৩ সাল থেকে বাথ পার্টির দীর্ঘ শাসনের অবসান ঘটায়। জ্বোগার আরও জানান, সিরিয়া, ইসরাইল, লেবানন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংলাপ উৎসাহিত করা হবে। ডিসেম্বরজুড়ে ফিলিস্তিন, ইউক্রেন ও আফগানিস্তান ইস্যুতেও পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।