Web Analytics

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি বলেন, চারটি মন্ত্রণালয়ে আধাসরকারি পত্র পাঠানো হয়েছে এবং আইন মন্ত্রণালয় ইতোমধ্যে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানের বিধিমালা সংশোধন করেছে। এছাড়া দাওরায়ে হাদিস সনদধারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পটি পাসের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

ড. খালিদ আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমাম ও আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ইসলামি বিষয়ে পিএইচডি অর্জনের জন্য অর্থের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ইসলামের খেদমতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!