Web Analytics

নৌপরিবহণ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে সি-ট্রাক চালু করার উদ্যোগ নিতে গিয়ে একের পর এক মামলা ও বিভিন্ন জটিলতায় পড়তে হয়েছে। দীর্ঘ ৮ মাস চেষ্টা চালিয়ে এ রুটে ঘাটে পন্টুন স্থাপন ও সি-ট্রাক সার্ভিস শুরু করা সম্ভব হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান বলেন, কক্সবাজার-মহেশখালী নৌরুটে গত ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ফলে বর্তমান সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশখলীবাসীর জন্য। একটা নিরাপদ নৌযান সি-ট্রাক ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বহুদিন ধরে এখানে টোল প্রথা ছিল না; কিন্তু এখন নানা অজুহাতে নানাভাবে টোল তোলা হচ্ছে। আপনারা দাবি তুললে এটা বাতিল হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!