বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না, বরং তাতে ফ্যাসিবাদের উত্থান ঘটে। তিনি বলেন, গণতন্ত্রে আলোচনা, সমালোচনা ও ভিন্নমত থাকা স্বাভাবিক, আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই রাষ্ট্রীয় ও সামাজিক গণতন্ত্র শক্তিশালী হয়। জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, তাদের ঐক্যবদ্ধ আহ্বান এখনো আন্দোলনে প্রেরণা জোগায়। রিজভী আরও বলেন, ‘পানি লাগবে পানি’ কথাতেও এক মহাকাব্য লুকিয়ে আছে—আর যেন কোনো মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম ঝরে না পড়ে, সেজন্য জাতীয়ভাবে ঐক্যের জায়গা তৈরি জরুরি।