Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে ধাপে ধাপে ব্যালট পাঠানো শুরু হয় এবং তিন সপ্তাহের মধ্যে তা শেষ হয়। বাংলাদেশ ডাক বিভাগ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ব্যালট পাঠানোর কাজ শেষ করে।

‘আউট অব কান্ট্রি ভোটিং’ (ওসিভি) কার্যক্রমটি ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক বিভাগ, সিভিল অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট এয়ারলাইনসের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার জানান, প্রায় ৩ হাজার প্রবাসী ভোটার ভুল ঠিকানা দেওয়ায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হয়নি। দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন, যাদের কাছে ২১ জানুয়ারি থেকে ব্যালট পাঠানো শুরু হবে।

ইসির তথ্যমতে, সৌদি আরবে সর্বাধিক ব্যালট পাঠানো হয়েছে, এরপর মালয়েশিয়া, কাতার ও ওমান। মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!