Web Analytics

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশের কাদুগলিতে জাতিসংঘের একটি লজিস্টিকস ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতরা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউনিসফা)-এর সদস্য ছিলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক আইনের আওতায় সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

সুদানের সেনাবাহিনী এ হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে, যদিও আরএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দুই পক্ষের মধ্যে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করে বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।

বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে সমন্বয়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে। ঘটনাটি সুদানে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!