আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ–প্রতিরোধ’ শীর্ষক এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সাংবাদিক মাহমুদুর রহমানসহ বক্তারা মূলধারার রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন এবং ‘কালচারাল ফ্যাসিবাদ’ ও বিদেশি প্রভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনেত্রী ফাতেমা তাসনিম জুমা বলেন, সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে হাদির সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
গত শুক্রবার বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি।