বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে ২,০০০ মানুষ হত্যাসহ গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের জন্য শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত। ফেনীতে এক জনসমাবেশে তিনি স্বৈরাচারী সরকারের সমালোচনা করে নির্বাচনমুখী জনগণের সরকার গঠনের আহ্বান জানান। এই সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।