ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শনিবার সকাল ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সেনাবাহিনীর একটি টহল গাড়ি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চার সেনা সদস্য আহত হন। সকাল প্রায় ১০টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলোঘাট ঈদগাহের সামনে দুর্ঘটনাটি ঘটে। মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাভিদ হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর সেনা টহল গাড়ি ও ট্রাক উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহত চার সেনা সদস্যকে সেনাবাহিনী উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেনা সদস্যদের ভাষ্য অনুযায়ী, আহতদের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ বা ট্রাকচালকের পরিচয় সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর তদন্ত বা সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।