Web Analytics

দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে কিজান আন-নাজ্জার এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং এক নারী ও তার সন্তান আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৬৫০ জনেরও বেশি। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় যুক্তরাষ্ট্র, মধ্যস্থতাকারী দেশসমূহ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র প্রণীত প্রস্তাব অনুমোদন করেছে, যা গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলছে। এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার লক্ষ্য রাখলেও বাস্তবায়ন এখনো অনিশ্চিত। এদিকে, গাজার জনগণ খাদ্য, পানি ও আশ্রয়ের তীব্র সংকটে ভুগছে এবং ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে যে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।